শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫

উইন্ডোজ ৭ কে বানিয়ে ফেলুন সম্পূর্ণ বাংলা

বাংলা আমাদের
মাতৃভাষা হলেও কম্পিউটিং এর
ক্ষেত্রে আমরা এই ভাষার ব্যবহার
খুব নগন্যই দেখতে পাই।
সম্প্রতি অমনিল্যাব এর তৈরি “অভ্র”
সফটওয়্যারটি বাংলা কম্পিউটিং
কে আরো গতিশীল করে তুলেছে।
তাই এই বাংলায়নের যুগে আপনিও
পিছে পড়ে থাকবেন কেন?
আর তাই আজকে শুধুমাত্র উইন্ডোজ ৭
ব্যবহারকারীদের জন্য
নিয়ে এসেছি কম্পিউটারকে সম্পূর্ণ
বাংলায় ব্যবহারের সুযোগ।
সম্প্রতি উইন্ডোজ কর্পোরেশন
তাদের সাম্প্রতিক পূর্ণ
অপারেটিং সিস্টেম “উইন্ডোজ
৭” এর জন্য রিলিজ
করেছে বাংলা ল্যাংগুয়েজ
প্যাক। তাই উইন্ডোজ ৭
ব্যবহারকারীরা এক্ষুনি ডাউনলোড
করে নিন এই ল্যাংগুয়েজ
প্যাকটি নিচের লিংক থেকে।
আর শুরু করুন বাংলা কম্পিউটিং।
ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুন
এবং পিসি রিস্টার্ট দিন
এবং দেখুন আপনার উইন্ডোজ ৭ এখন
বাংলায় হয়ে গেছে।ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৫

বিশ্বে প্রথম বাংলা ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

প্রযুক্তির বিবর্তন আমাদের
বর্তমান সমাজের
চালিকাশক্তি হয়ে উঠায়
দিনদিন কম্পিউটার
প্রোগ্রামিং প্রয়োজনীয়তা বাড়ছে।
ভাষাগত দুর্বলতার
কারনে অনেকেই
বর্তমানে প্রচলিত
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর
মাধ্যমে কম্পিউটার
প্রোগ্রামিং শেখার
চাহিদাপূরণ করতে পারছেন না।
এই
সমস্যাকে উপলব্ধি করে নর্থসাউথ
উনিভারসিটির তানভির সৈয়দ
এবং একদল মেধাবী কম্পিউটার
সাইন্স বিভাগের ছাত্র
এগিয়ে এসেছেন কম্পিউটার
প্রোগ্রামিংকে নতুনভাবে রুপ
দিতে; “চা স্ক্রিপ্ট”
নামে তাদের চালু হওয়া নতুন
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি এবার
সম্পূর্ণ বাংলায়! ভাষা যেন
শেখার
পথে বাধা হয়ে না দাঁড়ায়,
তাদের উদ্যোগের পিছনে লক্ষ্য
এটিই।
সোজা ভাষায়
বলতে ইংরেজি কে ভুলে যান,
এর পুরোটাই বাংলায়। নবীন
ছাত্র যারা কম্পিউটার
প্রোগ্রামিংকে ব্যাবহারে আগ্রহী কিন্তু
ভাষাগত দুর্বলতায়
পিছিয়ে পড়ছেন এই সম্ভাবনাময়
ক্ষেত্র থেকে তাদের জন্য
এটি একটি অগ্রগতির মাইলফলক।
ডঃ নোভা আহমেদ, নর্থসাউথ
ইউনিভারসিটির এসিস্টেন্ট
প্রফেসর এবং চা স্ক্রিপ্টের
সুপারভাইজারের ভাষায়,
“চা স্ক্রিপ্টের যাত্রা শুরু
হয়েছিল ক্লাস প্রজেক্ট
হিসাবে।
এটি প্রোগ্রামিংকে ভাষাগত
বাধা অতিক্রম
করে আপনাকে বাংলায়
প্রোগ্রামিং করতে দিবে।
কেন এটি দরকার? আমাদেরতো
এখনই সুন্দর
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
আছে এবং একসময় দরকারই
পরবে ইংরেজিকে ব্যাবহার
করে প্রোগ্রামিং করার –
আসলেই কি বাংলাতে ফেরত
যাওয়ার প্রয়োজনীতা আছে? এর
জবাব হিসাবে এটাই বলতে হয়,
এটি প্রোগ্রামিংকে বাংলা ভাষা ব্যাবহারে অভ্যস্ত
ছাত্রদের মাঝে পরিচয়ের
সেতুবন্ধন হিসাবে কাজ করবে।
পরিচিত হওয়ার পর কেউ
চাইলেই নিজের
প্রয়োজনে পরবর্তীতে অন্যান্য
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের
ব্যাবহার সহজেই আয়ত্ত
করতে পারবে। আমাদের লক্ষ্য হল
ক্লাস ৮ বা এরকম নবীন
ছাত্ররা যারা মাত্র
এলজেব্রার সাথে পরিচিত
হচ্ছে, চা স্ক্রিপ্ট ব্যাবহার
করে তারা যেমন গাণিতিক
সমস্যার সমাধান করতে পারবে,
তেমনি পরিচিত
হতে পারবে নতুন সম্ভাবনাময়
একটি ক্ষেত্রের সাথে।
আমরা চা-স্ক্রিপ্টের
ব্যাপারে আশাবাদী এবং সকলের
হতে কিভাবে একে আরও
ব্যাবহারউপযোগী করে তোলা যায়
এব্যাপারে উপদেশ আসা করছি”।
এই স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজটির
নির্মাতারা সকলের
সুবিধার্তে একটি কোড
এডিটার সংযোজন
করে দিয়েছেন এবং একই
সাথে ল্যাংগুয়েজটিকে সকলের
কাছে সহজ করে তোলার
একটি প্রয়াস
হিসেবে ডাইনামিক
ভ্যারিয়েবল কাস্টিং এর
ব্যবহার করেছেন। যার
ফলে যে কোন ভ্যারিয়েবল এই
ল্যাংগুয়েজে একই
সাথে ইন্টিজার, ক্যারেক্টার,
স্ট্রিং অথবা অন্য যে কোন
টাইপ হিসেবে ব্যবহার
করা যাবে। নতুনদের জন্য সম্পূর্ণ
গাইডেড ট্রেনিং এর অংশ
হিসেবে সম্পূর্ণ
বাংলাতে টিউটোরিয়ালের
ব্যবস্থা রয়েছে। এছাড়াও
যারা ব্যবহারিক কাজ
শিখতে আগ্রহী তাদের জন্য
রয়েছে অসংখ্য উদাহরণ।
চা স্ক্রিপ্টের সব থেকে ভাল
দিকটি হল এতে ইন্সটল করার
কোন ঝামেলা নেই।
অনলাইনে বসেই কোড করা সম্ভব।
এছাড়া যারা অফলাইনে কোড
করতে আগ্রহী তাদের জন্য
ডাউনলোডেবল ভার্সন এর-ও
ব্যবস্থা আছে।
Example of a computer program to add two
numbers in Cha Script and C
যেসব ফিচার এই চা-
স্ক্রিপ্টে যোগ
করা হয়েছে তা আসলেই অবাক
করার মতো। স্মার্ট কোড এডিটর
নিজে থেকেই আপনার
কম্যান্ডকে অনুধাবন
করে তাকে সম্পূর্ণ
করতে চেষ্টা করে। একজন
প্রোগ্রামারের সময়
অনেকখানি কমে বেঁচে এরফলে।
সময়ই যখন সবকিছু, তখন চাইলেই
পারবেন কিওয়ার্ড বক্স
থেকে দরকারী কিওয়ার্ডটি বেছে নিতে।
কিওয়ার্ডে চাপ দিয়েই পেস্ট
করে নিতে পারবেন প্রয়োজন
মতো।
বর্তমানযুগে প্রোগ্রামাররা এভাবেই
সময় সচেতন হয়ে কাজ করেন
লিখাকে সীমিত রেখে আর
স্মার্ট হয়ে কাজ করে। কষ্টের
কাজকে সেভ
করে রাখতে পারেন ভবিষ্যতের
জন্য,
যাতে পরবর্তীতে প্রয়োজনের
মুহূর্তে ফাইলটি আপলোড করেই
শুরু করে দিতে পারেন পূর্বের
কাজটুকু।
চা-স্ক্রিপ্ট বিশেষ
দৃষ্টিতে তাকানোর
দাবী রাখে এই জন্যই, অন্যান্য
ভাষায় যেমন চায়নিজ, হিন্দি,
ফ্রেঞ্চ পারসিয়ান
ভাসাগুলোতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
আগে থেকে থাকলেও
বাংলা ভাষায় এই প্রথম
প্রোগ্রামিং হিসাবে যাত্রা শুরু
করলো এটি। বাংলাভাষীদের
জন্য এটি একটি গর্বের
দাবীদার। অন্যান্য ভাষায়
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
নিজে জানতে উইকিপিডিয়ার
পেজটি ঘুরে দেখতে পারেনঃ
http://en.wikipedia.org/wiki/Non-English-
based_programming_languages
তথ্যপ্রজুক্তির অবদান
নিয়ে ছুটে চলা এই
বিশ্বে কম্পিউটার
প্রোগ্রামারের
চাহিদা দিনকে দিন বাড়ছে।
চা-স্ক্রিপ্ট বাঙ্গালীদের জন্য
খুলে দিতে পারে নতুন
সম্ভাবনার দ্বার,
এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশকে সম্ভাবনাময়
ডিজিটাল বাংলাদেশ গড়ার
পথে আরেকটি ধাপ।
চা-স্ক্রিপ্টঃ www.chascript.com
ফেসুবকেঃ www.facebook.com/
chascript

আপনার কম্পিউটার কে কথা বলান বাংলা ভাষায়

সালাম
সবাইকে আসা করি সকলেই
ভালো আছেন।
আজকে নিয়ে এসেছি আমার
প্রিয়
বাংলা ভাষা নিয়ে একটি
পোস্ট। চমৎকার একটি সফটওয়ার
আপনাদের সাথে শেয়ার
করতে এসেছি আজকে।
এটি ব্যবহার করলে আপনার
কম্পিউটার বাংলা ভাষায়
করা বলবে। কি অবাক
হয়ে গেলেন?তাহলে নিজেই
এটি ইন্সটল করে দেখে নিন এর
মজা।
মনে করুন ইউ এস বি তে কোন
মেমোরিকার্ড
অথবা পেনড্রাইভ লাগানোর
সাথে সাথে বলে উঠে:
1.boss usb পাইছে ভাইরাস চেক
করে নেন।
2. boss সমস্যা আছে।
3.boss কম্পিউটার বন্ধ হচ্ছে।
4. boss আমাকে ডিলিট করলেন।
5.boss কম্পিউটার গরম হইয়া গেছে।
চমৎকার এই সফটওয়ার
টি ডাউনলোড করার জন্য
এখানে ক্লিক করুন।
click here
ইন্সটল প্রক্রিয়া:
১। প্রথমে ফাইলটি আনজিপ
করে নিন।
২। এর পর আনজিপ
করা ফাইলটি তে ক্লিক করুন।
৩। এরপর browse এ ক্লিক করুন।
৪। এরপর my computer>c drive> windows.
৫। এবার ok বাটনে ক্লিক করুন।
৬। এবার computer রিস্টার্ট দিন।
ব্যস হয়ে গেল। আমাদের কাজ
সমাপ্ত হয়েছে এবার দেখুন
আপনার কম্পিউটার
বাংলায়া কথা বলছে

ফ্রি ওয়াইফাই ” ব্যাবহারে আপনাকে যে বিষয় গুলো জানতে হবে

“ফ্রি ওয়াইফাই” খুব লোভনীয়
একটি কথা না?
কিন্তু এটি যদি হয়
আপনাকে ধরার একটি ফাঁদ, তখন
কি করবেন?
কিভাবে বাঁচবেন এই ভয়ানক
জাল থেকে?
জানা আছে কি আপনার?
যদি না জেনে থাকেন
তবে আজকের এই
পোষ্টটি আপনারই জন্য।
স্বভাব সুলভ ভাবে বলুন আর
যেভাবেই বলুন ফ্রি ওয়াইফাই
পেলে কিন্তু সচরাচর আমরা সবাই
কানেক্ট করে ব্রাউজ করা শুরু
করি। একটি বারও ভাবিনা এটির
মাধ্যমে আমার কোন
ক্ষতি বা আমি হ্যাকারদের
শিকার হচ্ছি কিনা।
মনে রাখবেন আপনার স্মার্টফোন
বা ল্যাপটপের প্রয়োজনীয় সকল
তথ্য হাতিয়ে নেবার জন্য
এটি অতি উত্তম একটি মাধ্যম।
তবে কিছু কৌশল অবলম্বন
করলে কিন্তু খুব সহজেই
আপনি হ্যাক হবার
সম্ভাবনা থেকে মুক্ত
হতে পারেন। প্রথমে অনিরাপদ
ওয়াইফাই কানেকশন
গুলোতে জরুরী ওয়েবসাইট
গুলো ব্রাউজ করা থেকে সতর্ক
থাকুন।
 আপনার পাসেই
বসে থাকা হ্যাকার ঐ একই
ওয়াইফাই কানেকশন ব্যবহার
করে খুব সহজে আপনার ফোনের
বা ল্যাপটপের তথ্য নিজেদের
কব্জায় নিয়ে নিতে পারে।
আপনি যদি অ্যাপলের ম্যাক
বা উইন্ডোজ নির্ভর
পিসি ব্যবহার করেন
তবে নিরাপত্তার জন্য
প্রতিটা ওএসএক্স বা উইন্ডোজের
ইনবিল্ট নিরাপত্তার
ব্যবস্থা দেয়া আছে। এটি চালু
করতে হলে সিকিউরিটি সেটি
ংসে যেয়ে উইন্ডোজ
ফায়ারওয়ালের
সেটিংসে যাবেন তারপর ওখান
থেকে ব্লক অল
ইনকামিং ট্রাফিক অন
করে দিবেন। এবার
চেষ্টা করলেও আর আপনার
পিসিতে কেউ সিগন্যাল
পাঠাতে পারবে না।
আমরা অনেকেই একটু অলস
প্রকিতির মানুষ। কেমন
সেটা বলি। মনে করে দেখেন
যখনি আপনি ফেসবুক বা অন্যান্য
প্রয়জনিয়া সাইটে ধুকছেন তখন
আপনার ব্রাউজার স্বয়ংক্রিয়
ভাবে আপনাকে “রিমেম্বার
পাসওয়ার্ড” নামের
একটি নোটিফিকেশন দিচ্ছে।
এটি ইয়েস করে দেবার মানে হল
পরবর্তীতে আপনি যখন এই একই
ওয়েবসাইটে ধুকবেন তখন আর
আপনাকে নতুন করে ইউজার নেম
পাসওয়ার্ড দেয়া লাগবে না।
আপনার ব্রাউজারই
সেটি মনে রাখবে।
এটি আমাদের খুবই মারাত্মক
একটি ভুল। হ্যাকার রা অনেক সময়
আপনার ব্রাউজার কে টার্গেট
করে থাকে। এই
ফিশিং থেকে বাঁচার জন্য
মজিলা ফায়ারফক্সে মাস্টার
পাসওয়ার্ড নামে একটি অপশন
আছে সেটি অন করে নিবেন।
দরকারি ওয়েবসাইট গুলার পাস
ব্রাউজারে সেভ না করাই বেষ্ট
প্র্যাকটিস।
কোনও ওয়েবসাইট ব্যবহার
করলে এইচটিটিপি (HTTP) আপনার
কাজ সংকেত হিসেবে নেয়।
তখন ওখানে যেটা করছেন
সেটা কনফিডেনশিয়াল
হয়ে যায়। তাই
এইচটিটিপি এভরিহোয়্যার (HTTPS
Everywhere) ইনস্টল করে নিন। বিভিন্ন
জনপ্রিয় সাইটে আপনার
ক্রিয়াকলাপ সংকেত
হিসেবে পৌঁছাতে বাধ্য হবে।
অনেক সময়
দেখা গেছে হ্যাকাররা “ফ্রি ও
য়াইফাই” বা অন্য নতুন
নামে একটি ভুয়া নেটওয়ার্ক
তৈরি করে। সেক্ষেত্রে আমার
পরামর্শ হবে, আপনি অবিশ্বাস
যোগ্য ওয়াইফাই থেকে সতর্ক
থাকুন।
খুবই প্রয়োজনীয় ব্যাবহার যেমন,
অনলাইনে কেনাকাঁটা করা,
ব্যাংক ট্রান্সফার,
ইত্যাদি স্পর্শকাতর
কাজগুলো ফ্রি ওয়াইফাই ব্যবহার
করে করবেন না।
সর্বোপরি চেষ্টা করেন উপরের
নির্দেশনা ঠিক
মতো মেনে চলার।
নিজে সতর্ক থাকুন, অন্যকেও
সচেতন করে তুলুন।
ধন্যবাদান্তে,
{ Haxor 71 }