স্যাট / এসএটি (SAT) কি?
আমেরিকানআন্ডারগ্র্যাজুয়েট
প্রোগ্রামে ভর্তি হতে গেলে আপনার
এসএটি (বা স্যাট)
দেওয়া থাকতে হবে।
এসএটি’র স্কোরের উপর
ভিত্তি করে ভর্তির
সিদ্ধান্ত এমনকি ফান্ডিংও
হতে পারে। আমেরিকায়
আন্ডারগ্র্যাজুয়েট
লেভেলে ফান্ডিং খুব
একটা হয় না,
তবে একেবারেই যে হয়
না তা নয়।
ভালো এসএটি স্কোর,
জিপিএ এবং রেকমেন্ডেশন
ও অ্যাকটিভিটিজ রেকর্ড
থাকলে আপনি ভালো কলেজে সম্পূর্ণ
বৃত্তি নিয়েও পড়তে পারেন।
SAT পরীক্ষা কখন হয়?
সময়ে এসএটি পরীক্ষা অনুষ্ঠিত
হয়ে থাকে। যেমন- ২০১৫
সালের এসএটি পরীক্ষার
তারিখগুলো হচ্ছে ২৪’ই
জানুয়ারি, ১৪’ই মার্চ,
২’রা মে, ৬’ই জুন।
এসটি পরীক্ষা কত
নাম্বারে হয়?
স্যাট পরীক্ষায় মোট নাম্বার
২৪০০. প্রতিটি সেকশনে ৮০০
নম্বর।
পরীক্ষার ক্রেন্দ্র সমূহ-
বাংলাদেশে তিনটি জায়গায়
এসএটি পরীক্ষা হয়ে থাকে।
যেমন-
ইন্টারন্যাশনাল স্কুল
ঢাকা
Plot 80, Block E, Bashundhara R/A, (Opposite
Apollo Hospital), Dhaka-1229,
BangladeshPhone: (88 02) 8401101-7,
8402878Mob: 01819231100,Fax: (88 02)
8401622
Email: info@isdbd.org
Website: www.isdbd.org
চিটাগাং গ্রামার
স্কুল
321/11 Sarson Road, Chittagong, Bangladesh.
Tel: 88-031-622472. Fax: 88-031-632001.
Email: cgs.upper@gmail.com
গ্রীণ ডেল
ইন্টারন্যাশনাল স্কুল
Address: House#8, Road#83, Gulshan-2,
Dhaka
Phone- +88029894088
Web: http://www.greendaleschool.net
SAT পরীক্ষার প্রশ্ন কি রকম হয়?
এসএটি পরীক্ষায় মোট
৩টা প্রধান সেকশন থাকে।
যেমন – ম্যাথমেটিকস সেকশন,
ক্রিটিকাল রিডিং সেকশন
এবং রাইটিং সেকশন।
১) ম্যাথমেটিকস সেকশন: এই
অংশে অধিকাংশ প্রশ্নই
এমসিকিউ ধরণের। প্রতিটি ভুল
উত্তরের জন্য নাম্বার
কাটা যাবে। সাইন্টেফিক
ক্যালকুলেটর ব্যাহার
করা যাবে। এই
সেকশনে ৩টা সাব-সেকশন
আছে -
সেকশন-১: শুরুতেই
যে সেকশন
আসবে এখানে আপনাকে ১০
টি গ্রিড-ইন টাইপ প্রশ্ন
(অংক
করে খালি ঘরে উত্তর
লিখতে হবে) আর ৮
টি এমসিকিউ প্রশ্নের
উত্তর করতে হবে। মোট
১৮টি প্রশ্ন ২৫
মিনিটে সমাধান
করতে হবে।
সেকশন-২: এমসিকিউ
ধরণের প্রশ্ন আসবে।
আপনার কাজ
হবে সঠিক
উত্তরটি বাছাই করা।
২০ টি প্রশ্নের
বিপরীতে সময় বরাদ্দ
থাকবে ২০ মিনিট।
সেকশন-৩: গণিত
অংশের সবশেষ
ধাপে ১৬টি মাল্টিপল
চয়েজ ধরণের প্রশ্ন
থাকবে।
যেগুলো উত্তর করার
সময় সময়
পাওয়া যাবে ২০
মিনিট।
২) ক্রিটিকাল
রিডিং সেকশন:
ক্রিটিকাল
রিজনিং অংশে তিনটি আলাদা বিভাগ
আছে যার মধ্যে প্রথম
দুইটা সেকশনে ২৫ মিনিট
করে এবং শেষ সেকশনে ২০
মিনিট করে সময় বরাদ্দ
থাকবে। এক ঘন্টা দশ
মিনিটের এই সেকশনে মোট
৪৮টি প্রশ্নের উত্তর
করতে হবে।
সেকশন-১: Reading
Comprehension অংশ
থেকে ১৯টি এবং ৫টি Sentence
Completion (শূন্যস্থান পূরণ)
টাইপ প্রশ্ন থাকবে
সেকশন-২: Sentence Completion
অংশ
থেকে ৮টি এবং Reading
Comprehension থেকে ১৬
টি মাল্টিপল চয়েজ
প্রশ্ন আসবে।
Sentence Completion
Reading Comprehension
সেকশন-৩: Sentence Completion
অংশ
থেকে ৬টি এবং Reading
Comprehension থেকে ১৩
টি মাল্টিপল চয়েজ
প্রশ্ন আসবে।
তবে আগের
দুইটি সেকশনের
তুলনায় ৫মিনিট
কমিয়ে ২০ মিনিট সময়
দেওয়া হবে।
৩)
রাইটিং সেকশন: রাইটিং অংশে প্রথম
দুইটি সেকশনে ২৫ মিনিট
করে এবং শেষ অংশে ২০
মিনিট সময় দেওয়া হবে। এই
অংশে আবার তিনটি ধাপ
আছে। যেমন-
সেকশন-১: কোন
একটি টপিকের
(বিষয়বস্তুর) উপর
আপনাকে একটি রচনা লিখতে হবে।
যার জন্য ২৫ মিনিট
সময় বরাদ্দ থাকবে।
সেকশন-২:
এখানে Sentence Error
Correction (বাক্যের ভুল
শুদ্ধ
করা) থেকে ১১টি ,
Sentence Error Identification
(বাক্যের ভুল খুঁজে বের
করা)
১৭টি এবং Improving
Paragraph
(প্যারাগ্রাফের
থেকে ৬টি প্রশ্নে আসবে।
Sentence Error Identification
Sentence Error Correction
Improving Paragraph
সেকশন-৩:
এখানে ১০মিনিট
সময়ের মধ্যে ১০
টি বাক্যের ভুল শুদ্ধ করা।
স্যাট-২ (SAT -2)
যেসকল শিক্ষার্থী বিজ্ঞান
এবং প্রকৌশল বিষয়
নিয়ে পড়াশোনা করতে আগ্রহী তাদের
জন্য স্যাট-২ দরকার। আমেরিকান
সেন্টারের মতে,
‘বিদেশে অনেক বিশ্ববিদ্যালয়
আছে,
যারা অর্থনৈতিকভাবে শিক্ষার্থীদের
সহায়তা করে থাকে।
যা আমরা স্কলারশীপ
বা বৃত্তি নামে জানি। এই
বৃত্তি যে কেউ সহজেই
পেতে পারে। এজন্য
তাকে স্যাট-১ এর
পাশাপাশি স্যাট-২ পরীক্ষাও
দিতে হবে। স্যাট-২
বিষয়ভিত্তিক পরীক্ষা।
এতে মোট আটটি বিষয় থাকে।
বিষয়গুলোর মধ্যে রয়েছে-
পদার্থবিদ্যা, জীববিজ্ঞান,
রসায়ন, গণিত এর
মধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের
পছন্দমতো দুই-তিনটি বিষয়
নির্বাচন করে সেসব বিষয়ের
উপর পরীক্ষা দিবে। স্যাট-১ ও
স্যাট-২-এর পরীক্ষা কাগজ-
কলমে নেওয়া হয়।
এখানে কম্পিউটারের
মাধ্যমে পরীক্ষা দেওয়ার
কোনো ব্যবস্থা নেই। প্রত্যেক
বিষয়ের পরীক্ষার সময় ১.০০
ঘন্টা।
প্রস্তুতি এবং নিবন্ধন
এ পরীক্ষায়
অংশগ্রহণের জন্য ন্যূনতম
১২ থেকে ১৮ মাস
আগে থেকে প্রস্তুতি গ্রহণ
করা শুরু করতে হবে।
বাসায় নিয়মিত
বেশি বেশি ইংরেজি পড়া,
লেখা ও শোনার
মাধ্যমে চর্চা করতে হবে।
স্যাট পরীক্ষার জন্য
ইংরেজি শব্দভাণ্ডার
যথেষ্ট
শক্তিশালী হওয়া চাই।
এ জন্য প্রতিদিন নতুন
শব্দ শেখা ও
তা চর্চার অভ্যাস
করতে হবে।
গণিত বিষয়ের
প্রতি অধিক মনোযোগ
দিতে হবে।
আমেরিকান
সেন্টারে মক টেস্ট
দেওয়ার
ব্যবস্থা রয়েছে।
প্রস্তুতি ঝালাই
করে নেওয়ার জন্য
আমেরিকান
সেন্টারের সদস্যপদ
লাভ করে মক
টেস্টে অংশগ্রহণ
করতে পারেন।
নিজ
সংগ্রহে প্রয়োজনীয়
বই
না থাকলে আমেরিকান
সেন্টার
লাইব্রেরীতে গিয়ে পড়তে পারেন।
লাইব্রেরিতে বই
বিক্রি করা হয়।
নিবন্ধন
যাদের
ইন্টারন্যাশনাল
ক্রেডিট কার্ডের
রয়েছে তারা ঝামেলাবিহীনখভাবে অনলাইনের
মাধ্যমে নিবন্ধন
করতে পারবেন।
পরীক্ষার ছয় মাস
আগে থেকে এক
সপ্তাহ পূর্ব পর্যন্ত
অনলাইন
নিবন্ধনকারীরা নিবন্ধন
করতে পারে।
এছাড়া বৈদেশিক
মুদ্রা বিনিময়
সম্পাদনকারী যেকোনো ব্যাংকের
মাধ্যমে ব্যাংক
ড্রাফট করে নিবন্ধন
করা যায়। ব্যাংক
ড্রাফটের
মাধ্যমে নিবন্ধনকারীরা পরীক্ষার
ছয় মাস
আগে থেকে চার
সপ্তাহ পূর্ব পর্যন্ত
নিবন্ধন করতে পারে।
স্যাট-১ এর নিবন্ধন
ফি ৭১ ডলার
স্যাট-২ এর নিবন্ধন
ফি নির্ধারিত হয়
নির্বাচিত বিষয় এর
উপর ভিত্তি করে। এক
বিষয় ৫৫ ডলার, দুই
বিষয় ৬৪ ডলার
এবং তিন বিষয় ৭৩
ডলার।
পরীক্ষার্থীদের
অবশ্যই বৈধ পাসপোর্ট
থাকতে হয়।
বই গুলা দিলাম কস্ট করে কিনতে হবে না.. ডাউনলোড করে নিও
book- 1- https://www.dropbox.com/sh/4vcixgx6ocop6ru/AAC0uiZ2xA45i9q4PjE3x_4wa/Barron's%20SAT%202400.pdf?dl=0
book-2-
https://www.dropbox.com/sh/4vcixgx6ocop6ru/AAD86P1auTQAeCXfKfXOIi5ya/WORDS%20SMART.pdf?dl=0
৮ম -১০ম শ্রেণীর গণিত...
আমি ২০১১ তে এইচ এসসি পাশ করেছি ! বর্তমানে চবিতে পড়ছি ! আমি কি স্যাট পরীক্ষায় অংশগ্রহন করে কলেজে ভর্তির সুযোগ পাবো ?
উত্তরমুছুনভাই কয় বছরের স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য।
উত্তরমুছুন