সোমবার, ২৩ মার্চ, ২০১৫

নিউরনে অনুরণ - গণিত বইয়ের রাজা


নিউরনে অনুরণন
▬▬▬▬▬▬ஜ ۩۞۩ ஜ▬▬▬▬▬▬
মুহম্মদ জাফর ইকবাল
আমাদের দেশের ছেলে-মেয়েরা
পৃথিবীর সেরা। কিন্তু আমি যখন
দেখি তাদের সৃজনশীলতাকে
পুরোপুরি নষ্ট করে দিয়ে তাদের
ঘাড়ে মোটা মোটা বই চাপিয়ে
দেওয়া হচ্ছে মুখস্থ করার জন্য, তখন
দুঃখে আমার বুকটা ভেঙে যায়।
আমি হয়তো আমার কাছাকাছি দু-
চারজনকে উৎসাহ দিতে পারি,
সাহায্য করতে পারি; কিন্তু
দেশের হাজার হাজার ছেলে-
মেয়েকে সাহায্য করবে কে? তাই
অনেক ভাবনা-চিন্তা করে আমি
আর প্রফেসর কায়কোবাদ একটা
বুদ্ধি বের করেছি। এই বইতে গণিত
বিষয়ক কিছু লেখার পাশাপাশি
মজার মজার দুইশ গাণিতিক সমস্যা
তুলে ধরা হলো। এই অঙ্কগুলোর
কোনো কোনোটা হবে সোজা,
কোনো কোনোটা হবে কঠিন,
কোনো কোনোটা হবে ইতিহাস
বিখ্যাত, কোনো কোনোটা হয়তো
হবে একেবারেই অসাধ্য! এ দেশের
ছেলে-মেয়েরা সেগুলো করতে
গিয়ে চিন্তা করতে শিখবে,
সৃজনশীলতা বাড়বে, কল্পনাশক্তির
বিকাশ হবে। তারা আবিষ্কার
করবে অঙ্ক করা যতটুকু মজার ব্যাপার,
তার থেকে একশ গুণ বেশি মজা
সেই অঙ্কটি নিয়ে চিন্তা-ভাবনা
করা। সেটা করতে গিয়ে
প্রতিনিয়ত তাদের মস্তিষ্কে
নিউরনের অনুরণন হতে থাকবে। তাই
এর নাম দিয়েছি নিউরনে অনুরণন।
-- মুহম্মদ জাফর ইকবাল
সূচি
* কী এবং কেন?
* মেধার বিকাশে
* রামানুজন
* সংখ্যাতত্ত্ব
* লিউনার্দ অয়লার
* পাই কেমন করে পাই
* কার্ল ফ্রেডরিক গাউস
* ধারা
* পল আরডস
* কাল্পনিক (?) সংখ্যা
* পরিশিষ্ট
নিউরনে অনুরণনঃ
ডাউনলোড লিংকঃ

নিউরনে অনুরণন

solidfiles.com যে কোন ফাইলের
অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে
ফাইল নামের পাশে হালকা সবুজ
কালারের Priority Download নামক
বাটনের নিচে ...
Regular download link নামে যে লিংক
থাকে সেটাই অরজিনাল
ডাউনলোড লিঙ

1 টি মন্তব্য:

  1. Online Casino No deposit bonuses | Kadangpintar
    Top 10 Online Casino Bonus Codes 인카지노 · 1. Mohegan Sun Online 온카지노 Casino · 2. Betway Casino · 3. Betway Casino · 4. 888 Casino · 5. Spin Casino · 6. Planet 7 Casino · 7. Vegas Slots 제왕카지노

    উত্তরমুছুন