মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

Certified Ethical Hacker (CEH) Course

আপিন কি একজন সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকার হোতে চান ?

হ্যাকিং কি?:-

হ্যাকিং এর
নামটা শুনলে আমরা প্রায় সবাই
ভড়কে যাই। কিন্তু আমাদের
জনি যে হ্যাকিং খারাপ দিক
রয়েছে তেমনি রয়েছে ভালো দিক।
অনেকেই হয়তো জানেন
না যে হ্যাকিংয়ের
মধ্যে রয়েছে তিনটি ভাগ। ভাগ
তিনটি হচ্ছে-
1. ব্ল্যাক হ্যাট হ্যাকিং
2. গ্রে হ্যাট হ্যাকিং ও
3. হোয়াইট হ্যাট হ্যাকিং

ব্ল্যাক হ্যাট হ্যাকার:- ব্ল্যাক হ্যাট
হ্যাকার
বা কালো টুপি হ্যাকাররা হচ্ছে উচ্চমানের
প্রোগ্রামার কিন্তু তারা তাদের এ
জ্ঞানের ঝুলি মানুষের ক্ষতি করার
জন্য ব্যবহার করে থাকেন।
তারা অন্যের
কমপিউটারে অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ
তথ্য চুরি, অন্যের আকাউন্টের
টাকা ট্রান্সফার, কোনো গুরুত্বপূর্ণ
তথ্য সম্বলিত নেটওয়ার্কের
সুরক্ষা ভাঙ্গা, ক্রেডিট কার্ড হ্যাক
করা ইত্যাদি বড় ধরণের অপরাধ
করে থাকেন।

গ্রে হ্যাট হ্যাকার:- গ্রে হ্যাট
বা ধূসর টুপি হ্যাকাররাও
ভালোমানের প্রোগ্রামার
তবে তারা সুপ্ত অবস্থায় থাকেন।
তারা তাদের বিদ্যা খারাপ
কাজে বা ভালো কাজে ব্যবহার
করতে পারেন। তবে বেশিরভাগ
ক্ষেত্রে দেখা যায় নিজের
ছোটোখাটো প্রয়োজনের জন্য
তারা বিভিন্ন সফটওয়্যারের
লাইসেন্স হ্যাক, কারো মেইল
অ্যাকাউন্ট হ্যাক, ওয়েবসাইট হ্যাক
ইত্যাদি করে থাকেন। অনেকেই
তাদেরকে হ্যাকারের
পরিবর্তে ক্র্যাকার
বলে ডাকতে বেশি সাচ্ছ্ন্দ বোধ
করেন।

হোয়াইট হ্যাট হ্যাকার:- হোয়াইট
হ্যাট
বা সাদা টুপি হ্যাকাররা হচ্ছে কালো হ্যাটধারী হ্যাকারদের
যম। তাদের কাজ হচ্ছে ব্ল্যাক হ্যাট
হ্যাকারের বিপরীতে কাজ করা।
হোয়াইট হ্যাট হ্যাকারদের
ইথিক্যাল হ্যাকারও বলা হয়। বড় বড়
প্রতিষ্ঠান যেখানে বেশ
ভালোমানের সুরক্ষার দরকার
পড়ে সেখানে তারা তাদের
নেটওয়ার্ক ব্ল্যাক হ্যাট হ্যাকারের
কবল থেকে বাচানোর জন্য নিয়োগ
দেন হোয়াইট হ্যাট হ্যাকার
বা ইথিক্যাল হ্যাকারদের। বিভিন্ন
প্রতিষ্ঠানে সুরক্ষার দায়ভার
পড়ে এসব ইথিক্যাল হ্যাকারদের
হাতে তাই কর্মসংস্থান
বেড়েছে ইথিক্যাল হ্যাকারদের।
একারণে ইদানিং হ্যাকিং এখন
বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই
আগ্রহ প্রকাশ করছে হ্যাকিং শেখার
ব্যাপারে।

সংক্ষিপ্ত বিবরণ:
প্রথমেই বলেনি, হ্যাকিং শুধু মাত্র
শিখে রাখার জন্য। করন,
হ্যাকিং শিখে রাখলে হ্যাকিং থেকে বাঁচতে পারবেন।
এমন অনেকেই আছেন
যারা হ্যাকিং এর নাম
শুনলে অনেকই ভয় পান। আবার অনেকই
আছেন যারা হ্যাকিং শিখতে চান
কিন্তু শিখতে পারছেন না। আর তাই
আপনাদের
কথা চিন্তা করে আপনাদের জন্য
এনেছি CEH এর কোর্স। CEH
এটি একটি আন্তর্জাতিক মানের
কোর্স। যা আপনাদের জন্য আয়োজন
করছি। CEH এর পরিপূর্ন অর্থ
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার।
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার(CEH)
বলতে আমরা বুঝি একজন নেটওয়ার্ক
নিরাপত্তা বিশেষজ্ঞ। একজন
ইথিক্যাল হ্যাকার খুব
সহজে বুঝতে পারেন কোন নিদ্দিষ্ট
সিস্টেমের কোথায় কোথায়
দুর্বলতা রয়েছে। এবং এক জন
বিদ্বেষপূর্ণ হ্যাকার হিসাবে এই
সমস্যার সমাধান করে থাকেন। এই
কোর্স
আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি আপনার
পিসির নিরাপত্তা বিধান করবেন,
কিভাবে হ্যাকিং থেকে বাঁচায়
ইত্যাদি বিষয়াদি নিয়ে।
অনলাইনে ইথিক্যাল হ্যাকার কোর্স
এবং এর সুবিধা:
পৃথিবী এখন অনেক ফার্স্ট। সবখানেই
এখন প্রযুক্তির ব্যবহার। কিন্তু
আমারা অনেক
পিছি আছি আমরা খুব কম মানুষই
আছি যারা এর ব্যবহার করে থাকি।
আর সেই সব
কথা চিন্তা করে আমরা শুরু
করেছি নতুন এক
উপায়ে অনলাইনে সরাসরি “সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকিং” শেখান।
মনে প্রশ্ন আসতে পারে কেন করবেন
অনলাইনে ট্রেনিং কেন ?? কারন-
আপনাকে কষ্ট
করে বাহিরে গিয়ে শিখতে হবে না।
বাসায় বসেই হাতের
নাগালে শিখতে পারবেন
ইথিক্যাল হ্যাকার এর যাবতীয় কিছু।
সাথে থাকছে স্ক্রিং শেয়ারিং যার
মাধ্যমে একদম
হাতে কলমে দেখানো হবে সব
খুঁটিনাটি বিষয়।
অন্যদের চেয়ে খুবই কম
খরচে ইথিক্যাল হ্যাকার কোর্স এর
ব্যবস্থা। কিন্তু আপনি পাবেন ঠিক
তাঁদের মত বা তাঁদের চেয়েও
অনেক বেশি।
হাতের কাছেই পাবেন সকল
রিসোর্স।
কম্পিউটার অন আর নেট কানেকশন
করানো ছাড়া আপনাকে আর কোন
বাড়তি ঝামেলাই
পোহাতে হবে না।
আমি মনে করি যারা মফস্বল
শহরে থাকেন তাঁদের জন্য
এটি হবে একটি অনেক বড় চমৎকার
সুযোগ।
৩ মাস ব্যাপী সার্টিফাইড
ইথিক্যাল হ্যাকার[CEH] এর সকল
বিষয়।
থাকছে প্রশ্ন এবং তৎক্ষণাৎ উত্তরের
বিশেষ ব্যবস্থা।
সরবরাহ করা হবে প্রতিদিনের নোট,
পিডিএফ ফাইল, এমন কি ভিডিও
ফাইল পর্যন্ত।
কোর্স এর শুরুতে আপনার ঠিকানায়
পৌঁছে যাবে সম্পূর্ণ ক্লাশের
ডিভিডি ও সকল রিসোর্স !!
প্রতি সপ্তাহে অনলাইনে ৩ দিন
করে ক্লাশ অনুষ্ঠিত
হবে এবং এসএমএস এর
মাধ্যমে পাবেন ক্লাশ
স্টারটিং এলারট।
অনলাইন টেস্ট এবং এক্সাম এর
ব্যবস্থা।
লাইফ টাইম সাপোর্ট এবং আমাদের
সাথে কাজ করার সুযোগ (শর্ত
প্রযোজ্য)
কোর্স শেষে সবার জন্য
থাকছে সার্টিফিকেট!
এবং সবচেয়ে বেশি নাম্বার
প্রাপ্ত ০৫ জন ট্যালেন্ট এর জন্য
থাকবে আকর্ষণীয় সব উপহার
এবং অফার।
কোর্সে অংশগ্রহণের যোগ্যতা/
পূর্বশর্ত:
এই মুহূর্তে এই “সার্টিফাইড ইথিক্যাল
হ্যাকার” কোর্সটি সবার জন্য উন্মুক্ত
নয়। কেবল মাত্র নিচে প্রদানকৃত
যোগ্যতা সম্পূর্ণ যেকেউ ক্লাশ করার
সুযোগ পাবেনঃ
আপনাকে অবশ্যই ইন্টারনেট
সম্পর্কে জানতে হবে
প্রোগ্রামিংয়ের
সম্পর্কে প্রাথমিক
ধারণা থাকতে হবে।
বয়স ১৫-৪০ এর মধ্যে হতে হবে
আপনাকে নুনতম
ইংরেজি জানতে হবে
যাদের
প্রোগ্রামিং সম্পর্কে ধরনা নেই
কিন্তু শেখার আগ্রহ আছে তারাও
অংশগ্রহণ করতে পারেন।
কোর্সে উদ্দেশ্য:
একজন হোয়াইট হ্যাট হ্যাকার বা দক্ষ
নেটওয়ার্ক নিরাপত্তা বিশেষজ্ঞ
গড়ে তোলা।
কোর্সে বিবরণ:
মডিউল 01: নৈতিক
হ্যাকিং থেকে ভূমিকা
মডিউল 02:
পা প্রিন্টিং এবং পরিদর্শন
মডিউল 03: স্ক্যান নেটওয়ার্ক
মডিউল 04: শুমার
মডিউল 05: সিস্টেম হ্যাকিং
মডিউল 06: Trojans এবং backdoors
মডিউল 07: ভাইরাস এবং ক্রিমি
মডিউল 08: Snifers
মডিউল 09: সামাজিক প্রকৌশল
মডিউল 10: পরিষেবা অস্বীকার
মডিউল 11: হাইজ্যেক অধিবেশন
মডিউল 12: হ্যাকিং ওয়েব সার্ভার
মডিউল 13: হ্যাকিং ওয়েব
অ্যাপ্লিকেশন
মডিউল 14: এসকিউএল ইনজেকশন
মডিউল 15: হ্যাকিং ওয়্যারলেস
নেটওয়ার্ক
মডিউল 16: এড়ানোর আইডি,
ফায়ারওয়াল, এবং মধু ঘট
মডিউল 17: বাফার ওভারফ্লো
মডিউল 18: সংকেতলিপি রচনার
বিদ্যা
মডিউল 19: অনুপ্রবেশ টেস্টিং
যোগাযোগ করুনঃ
ফোনঃ ০১৭৮১-০৩৪৪০৩
ইমেইলঃ any.time.tutorial.help@gmail.com
যে কোন সমস্যায় থাকছে ২৪/৭ লাইভ
সাপোর্ট এর ব্যাবস্থা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন