মোবাইল ফোন বলতেই এখন Android ফোন।
তথ্য-প্রযুক্তি কল্যাণে এখন আমাদের সবার কাছেই Android ফোন আছে।
এই অপারেটিং সিস্টেম এর ফোন চালাতে গিয়ে আমরা মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হই।
তার মধ্যে একটা কমন প্রবলেমে হলো অনেকেই
প্লে স্টোরে ঢুকতে পারেন না এইরকম একটা লেখা শো করে Can't Establish a reliable
connection to the server
কয়েকটা পদ্ধতি আছে এই সমস্যা সমাধান করার
জন্য, আমি নিচে সেগুলি উল্লেখ করলাম
সবার প্রথমে আপনার যেটা অবশ্যই লাগবে সেটা হলো আপনার ফোনটি রুটেড হতে
হবে। যদি রুট করা না থাকে তাহলে এখানে
যান -
কিভাবে এক ক্লিকে রুট করবেন আপনার Android ফোন
পদ্ধতি - ১
>> গুগল প্লে স্টোর থেকে Root explore file browser ডাউনলোড করে নিন,
>> file browser ওপেন করুন এবং রুট আকসেস
Allow করুন,
>>Host file সার্চ করুন, চাপদিয়ে ধরে রেখে এডিট মোডে নিন
>> # এর আগে 74.125.93.113 android.clients.google.com. লিখে save করে ফিরে আসুন
পদ্ধতি -২ (বেশী সোজা)
>> এখান থেকে Host editor Apk ডাউনলোড করে
ওপেন করুন,
>> রুট আকসেস Allow করুন
>> অপশন থেকে New entry তে যান
>> নিচের ছবির মত কাজ করে সেভ করে দিন
>> তারপর আপনার নিউ আইপি তে টিক চিহ্ন দিন এবং অপশন থেকে Toggle selected করে চলে আসুন
তারপর টাইম আপডেট করুন(অপশনাল)
দেখুন জাদু আপনার এখন আপনার আইডি
পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন দেখিবেন সাইন
ইন হচ্ছে।
ধন্যবাদ সবাই কে ভালো থাকবে সবাই।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন
ফেসবুকে আমি Shwon
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন