আপনি কি কখনও শুনেছেন গণিতের সংখ্যা কথা বলে? তাও আবার আপনার মাতৃভাষা বাংলায়। শুনেন নি, তাই না? আর হয়ত বলবেন আজব,
এটা কি বলে? না, আজ আপনার সাথে এই সংখ্যাই বলবে, আর প্রমাণ করে দিবে আমরাও
বাংলায় কথা বলতে
পারি১/১১=০.০৯০৯০৯০৯… । তাহলে ১ দিয়ে ১১ কে ভাগ দিলে আমারা উত্তরটি পেলাম
০.০৯০৯০৯০৯…। এখন আপনি এই অংককে জিজ্ঞাস করেন যে, “১১ দিয়ে ১ কে ভাগ করলে উত্তর কি শূর্ণ হয়?”। অংক কি বলে দেখেন,
০.০৯০৯০৯০৯…। একটি দ্রুত ও কল্পনা দিয়ে পড়ে দেখেন, এই রকম হয় কি? “শূর্ণ দশমিক শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয় শূর্ণ নয়। তার
মানে হল, উত্তর শূর্ণ হয় না।
২/১১=০.১৮১৮১৮১৮… । একটু মন দিয়ে শুনুন
তো অংক কি বলে। এটি বলতেছে কি? শূন্য দশমিক এক আট এক আট এক আট এক আট…। এই কথাকে একটু মজা ও দ্রুত করে বলেন
দেখি। এই ভাবে, দশমিকএকাট্যাকাট্যাকাট্যাকাট্যাকা
ট্যাকা ট্যাকা….। কি বুঝলেন অংক আপনাকে বলছে, সে আপনার কাছে টাকা পাবে আর
সেই টাকা দিতে।
সতীন চিনেন তো? ৩০৩ আর কি!!
একটু ১১*৩০৩ গুণ করুন, কত হয়? ১১২৩।
এবার ১১২৩*৩৩৩৩=কত? বলতে পারবেন? ক্যারকুলেটর দিয়ে অংক করে বলতে পারবেন।
উত্তরটা হলঃ ৩৩৬৯ ৩৩৬৯ ৩৩৬৯।
উত্তরটা তো পেলেন। এবার আপনার অংককে জিজ্ঞাস করেন যে, ৩ আর ৩ মিলে কত হয়? তার
আগে আপনিই বলুন কত? ৬, তাই না?
হ্যাঁ, কিন্তু দেখূন এই অংক কি বলে! সে বলে যে ৩ আর ৩ নাকি ৬ নয়। কিভাবে? উত্তরটা একটু লক্ষ্য
করুন আর দেখুন, ৩৩৬৯ ৩৩৬৯ ৩৩৬৯।
দেখুন অংক বলতেছে, “তিন তিন ছয় নয়”। মানে তিন আর তিন ছয় না। তবে কত? :p
মজার শেষ পর্যায় চলে এসেছি। শেষ করার আগে আরেকটু মজা করি। ১১২৯/৯৯৯৯=০.১১২৯১১২৯১১২৯।
লক্ষ্য করুন, উত্তরটার আর অংককে
প্রশ্ন করে, “আচ্ছা তোমার ভিতরে ৫ কয়বার আছে?” সে কি
উত্তর দেয় দেখুন, ১১২৯ ১১২৯ ১১২৯।
মানে হল, এক বারো নয়, এক বারো নয়। হা……হা…..হা………
এখন আপনিই বলুন, অংকটি তাহলে কথা বলে? কি মনে হয়? আপনার মনে
হওয়াটা একটু জানান।
সবাইকে অনেক ধন্যবাদ..
আল্লাহ হাফেজ
….. :D :D
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন