আধুনিক বিশ্বে সবাই
প্রতিযোগিতা শুরু
করে দিয়েছে কার কয়টি
ওয়েবসাইট?কার ওয়েসাইটের
জনপ্রিয়তা বেশী?কার
ওয়েবসাইটের ডিজাইন নজরকারা।
সেই তুলনায় আমরা অনেক
পিছিয়ে রয়েছি।আমাদের
অবস্থা ঠিক এরকম যে-
কে কে ইন্টারনেট ব্যবহার
করতে পারে?ফেসবুকে কার কার
ফ্রেন্ড সংখ্যা বেশী?যাই হোক
এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সাপোর্ট ছাড়াই আমরা বহুদুর
এগিয়ে রয়েছি।আমাদের জ্ঞানী-
বুদ্ধিমান তরুন-
যুবকরা নিজে নিজেই অনেক দুরের
পথ পাড়ি দিয়েছে ইতিমধ্যেই।
তারা নির্মান করেছে বহু
ওয়েবসাইট ,ব্লোগ,সামাজিক
যোগাযোগের ওয়েবসাইট।
ওয়েবসাইট
তৈরি করতে হলে তো ডোমেইন-
হোস্টিং এর প্রয়োজন রয়েছে।
কিন্তু যারা নতুন অথবা যাদের অর্থ
কম তাদেরও তো ইচ্ছে হয় নিজের
একটি website নির্মান করার তাই
না?তাদের জন্যই এই প্রতিবেদনটি।
এই প্রতিবেদনে বিশ্বের জনপ্রিয়
কিছু
ফ্রি হোস্টিং সেবাদানকারী
প্রতিষ্ঠানের ওয়েবসাইট
নিয়ে আলোচনা করা হবে।
যেগুলোতে একজন
ব্যবহারকারী ফ্রিতে ওয়েবসাইট
তৈরি করে ব্যবহার করতে পারবে।এ
ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য
ফ্রিতে হোস্টিং নিয়ে ধারনা
লাভ করাই বেশী ভাল এরপর hosting
কিনে নির্দিষ্ট লক্ষ নিয়ে কাজ
করা উচিত।
যাইহোক শীর্ষ কিছু free hosting
সেবাদানকারী সাইটের
ঠিকানা আপনাদের দেব
আপনারা এখান থেকে ভালমন্দ
খুজে নিয়ে তৈরি করুন নিজের
জন্য একটি ফ্রি ওয়েবসাইট।
জনপ্রিয় হোস্টিং প্রভাইডারগুলি:
#weebly.com ওয়েবলি একটি free
hostingসেবাদানকারী প্রতিষ্ঠান।
প্রায় ১২ লক্ষেরও বেশী মানুষ এই
সেবাটি ব্যবহার করে।এর অনন্য
সুবিধা হল এতে ড্রাগ এবং ড্রপ
পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই একজন
ব্যবহার কারী ওয়েবসাইট
বানাতে পারে।ওয়েবলির নিজস্ব
ওয়েবসাইট থিম ব্যবহার করা যায়।
#wix.com এটাতেও ওয়েবসাইট
ফ্রিতে হোস্টিং করানো যায়।
প্রায় ২৬ লক্ষেরও বেশী মানুষ এই
সেবাটি ব্যবহার করে।বহু
ব্যবহারকারী প্রতিদিন এতে যুক্ত
হচ্ছে।
#ooowebhost.com এরা সাধারনত ১.৫
গিগাবাইট ডিস্ক স্পেস
দিয়ে থাকে এবং ১০০ গিগাবাইট
ট্রাফিক
দিয়ে থাকে প্রতিটা ফ্রি
একাউন্টের জন্য।তাদের
দেয়া ফ্রি একাউন্টেই ৯৯%
আপটাইম পাওয়া যায়।
তারা চলে আসছে সুদীর্ঘ ৫ বছর
ধরে।
#edublogs.org এটিও দারুন
একটি সেবা।এটি প্রকৃতপক্ষেই
ফ্রি এবং ছাত্র-শিক্ষকদের জন্য
এটা বিশেষভাবে তৈরি।তাদের
প্রায় ১.৬ লক্ষ ফ্রি ব্লগস রয়েছে।
তারা প্রায় ৩২ গিগাবাইট
ফ্রি স্টোরেজ দিয়ে থাকে।২০০৫
সাল থেকে তারা চলে আসছে।
#freehostia.com প্রায় ৫ বছরেরও
বেশী সময় থেকে তারা free hosting
সেবা দিয়ে আসছে।তারা ৯৯.৯%
আপটাইম গ্যারান্টি দিয়ে থাকে।
ফ্রি হোস্টিয়া ২৫০ মেগাবাইট
ডিস্ক স্পেস এবং ৬ গিগাবাইট
মাসিক ব্যান্ডউইথ দিয়ে থাকে।
#webs.com ফ্রি হোস্টিং গুলোর
মধ্যে ওয়েবস খুবই সহজভাবে ড্রাগ
এবং ড্রপ পদ্ধতি ব্যবহার
করে ওয়েবসাইট তৈরি করতে দেয়।
প্রায় ৩০ সেকেন্ড এর মত
সময়ে সাইনআপ এবং প্রায়
ঘন্টাখানেকের মত সময়ের ভেতরেই
সাইট সেটআপের কাজ করা যায়।
তারা ব্যবহারকারীকে বেশ
সুবিধাই দিয়ে থাকে বলা চলে।
#5gbfree.com এরা ২০ গিগাবাইট
ফ্রি ডিস্কস্পেস সুবিধাসহ মাই এস
কিউ এল ডাটাবেজ এবং পি এইচ
পি স্ক্রিপ্টিং সুবিধা দিয়ে
থাকে।তারা ব্যবহারকারীর
সাইটে এড দেয় না।
তারা ব্যবহারকারীকে সি
প্যানেল পুরোপুরি উন্মুক্ত
করে দেয়।
#jimdo.com ২০০৭ সাল
থেকে চলে আসছে।প্রায় ৭ লক্ষ
সাইট তাদের পদ্ধতি ব্যবহার করছে।
এখানে শুধু সাইনআপ করে,ইমেইল
কনফার্ম করে,একটি টেমপ্লেট
বাছাই করেই সাইট
তৈরি করা যায়।
#freehosting.com এরা ১০০% free
hosting সুবিধা দিয়ে থাকে।
তারা ফ্রি ওয়েব টুল
সেবা দিয়ে থাকে যা দিয়ে
ব্যবহার কারী খুব সহজেই সাইট
তৈরি করে অনলাইনে চালাতে
পারে।তারা তাদের ওয়েব
হোস্টিং একাউন্টে এফ
টি পি,সি জি আই,পি এইচ
পি ৫,মাই এস কিউ এল,পাইথন,আর ও
আর,সি আর ও এন এবং file manager
পদ্ধতি ব্যবহার করতে দেয়।
#snappages.com এদের রয়েছে ড্রাগ
এবং ড্রপ ওয়েবসাইট নির্মান
পদ্ধতি।সহজ ব্যবহার পদ্ধতি।
৫টি আলাদা পেজ
এবং পুরো কাস্টমাইজেবল
ওয়েবসাইট।খুব বেশী কিছু
না জেনেও খুব সহজেই সাইট
তৈরি করা যায়।
#zymic.com এদের
ফ্রি হোস্টিং একাউন্টে ১০
মেগাবাইট ডিস্কস্পেস এবং ২
গিগাবাইট ব্যান্ডওয়াইথ
ট্রান্সফার পাওয়া যায়।এদের কিছু
বাধ্যবাধকতা রয়েছে।
এরা ফ্রি সেবা দিয়ে থাকে।
#110mb.com তাদের
ফ্রি হোস্টিং সেবাতে ১১০
মেগাবাইট ডিস্কস্পেস এবং ১০০
গিগাবাইট ব্যান্ডওয়াইথ
ডাটা ট্রান্সফার পাওয়া যায়।
তাদের রয়েছে ফ্রি সাইট
নির্মানের ব্যবস্থা।সাপোর্টের
ব্যবস্থা রয়েছে।
#freehostingeu.com এরাও
মোটামুটি ভালই
ফ্রি হোস্টিং সেবা দিয়ে
থাকে।তারা তাদের প্রত্যেক
ফ্রি ব্যবহারকারীকে ২০০
মেগাবাইট ফ্রি স্টোরেজ
এবং ৪০০০ মেগাবাইট
ডাটা ব্যান্ডওয়াইথ ট্রান্সফার এর
সুবিধা দিয়ে থাকে।
এখানে ওয়ার্ড প্রেস
এবং জুমলা ব্যবহার করা যায়।
#zettahost.com এরা ১০০০ মেগাবাইট
ফ্রি ডাটা স্টোরেজ সুবিধা ৫
গিগাবাইট ব্যান্ডওয়াইথ
ডাটা ট্রান্সফার সুবিধা দেয়।
পি এইচ পি , মাই এস কিউ এল ব্যবহার
করা যায় ।প্রতিটা একাউন্টের
ক্ষেত্রে একটা ডোমেইন
পাওয়া যায়।
#x10hosting.com
এটি একটি ফ্রি হোস্টিং
প্রভাইডার।এখানে পি এইচ
পি ৫,মাই এস কিউ এল ইত্যাদির
ব্যবহার করা যায়।ব্যবহার
পদ্ধতি সহজ।
জনপ্রিয় ২৪
টি হোস্টিং প্রতিষ্ঠানের ওয়েব
ঠিকানা পেতে এখানে ক্লিক
করুন।
তাহলে উপরোক্ত
সাইটগুলো থেকে বেছে নিন
আপনার কোনগুলি পছন্দ এবং ইচ্ছেমত
তাদের নির্দেশমত সাইট
তৈরি করুন।লিস্টে কোন
সমস্যা থাকলে জানাতে
ভুলবেননা।ধন্যবাদ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন