গত পোস্টে বলেছিলাম হকিং এবং ডারউইন কিভাবে তেনা পেচীয়েছিলেন। নাস্তিকরা বলছে ০ থেকেই সব কিছু হয়েছে। আমি প্রমাণ করে দিয়েছি যে, ০ থেকে কোনদিনই কিছু হয় না। এবং 0 X infinity = 0
যাই হোক এখন কথা হলো নাস্তিকরা যে গণিতের
প্যাচে ফেলে মানুষকে বুঝাচ্ছে যে শুন্য থেকেই সব
কিছু হয়েছে সেই গণিত টা আজকে আমি ব্যাখ্যা
করব এবং বুঝিয়ে দেব যে নাস্তিকরা ভূল।
তারা বলে যদি ১ X 0 = 0 হয় তাহলে ১ = 0/0
আবার ২ X 0 = 0 হয় তাহলে ২= 0/0
তাহলে কি দাড়ায় ১=0/0 এবং ২= 0/0
অতএব ১=২ যা কোনদিনই হতে পারে না।
এইটা দিয়ে তারা বুঝাতে চাইলো যে 0 X infinity = অসংগায়ীত বা অনির্ণেয়।
এখন আসুন
৬=৬
৩ x ২ = ৬
৩ = ৬/২
৩=৩
অথবা এইভাবে আসুন ৩ x ২ = ৬ বা ২= ৬/৩
বা ২=২
এখন আমরা জানি ২= ২ বা ৩= ৩ উভয়েরই নিচে একটা করে ১ আছে মানে এইরকম ২/১=২/১
এখন যদি আড়্গুণন করে তাহলে কি হবে? ২ *১ =২*১ বা ২=২
এখন ওদের টাতে চলে যাই।,
ওরা যে ১ x ০ = ০ থেকে ১ = ০/০ পাইলো
কেন আমরা তো এখান থেকে ০ = ০/১ ও পাই
০/১ মানে কি অবশ্যই শুন্য.. :)
এখন আর একটু দেখি ওরা কিভাবে চালাকী করল
১=০/০ গণিত কি এখানেই শেষ???
আমরা জানি কোন স্থানে বা কোন কিছুতে যদি কিছুই না থাকে তাহলেই তাকে আমরা শুন্য বলি।
ধরুন আপনি মাঠে গেলেন ক্রিকেট খেলতে ১ টা রানও করতে পারলেন না মানে ০ রান করলেন।
স্কোর বোর্ডে আপনার রানের পাশে ০ ই থাকবে ১০০ বা ২০০ থাকবে না। ০ এর মান মানেই কিছুই না। যদি তাই না হতো তাহলে তো আমি আপনাকে ০ টাকা দিয়ে মানে টাকা না দিয়েও টাকা
চাইতে পারতাম তাই না।
যাই হোক ০ এর মান তারমানে কিছুই না।
এরজন্যই আমাদের ১=০/০ কে নিয়ে আর একটু
আগাতে হবে।
এখন ১=০/০ কে আড়্গুণন করুন তো..
কি হয়?? ১*০ =১*০ মানে ০=০ :)
০ মানে কেবলই ০। হাতি, ঘোড়া, ছাগল বা আপনাদের ইনফিনিটি যাই গুন করুন না কেন
মান ০ ই হবে মানে ০ থেকে কিছুই হয় না
ধন্যবাদ সবাইকে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন